🍁🍁অভিমান🍁🍁
🍀🍀বেগম সেলিনা খাতুন🍀🍀

তুমি বোঝ না মনের কথা
তুমি বাসো না আমায় ভালো
মনের মাঝে জমা ব্যথা
চোখজুড়ে নিকষ কালো।

তুমি রাখো না আমায় পাশে
তুমি ডাকো না মিষ্টি হেসে
তুমি নীরব দীর্ঘশ্বাসে
জড়াও কষ্ট আবেশে।

তুমি শোনো না আমার কথা
তুমি দেখো না আমার চোখ
মুখে জমে থাকে নীরবতা
অশ্রুর প্লাবণ হোক।


তুমি নাও না কাছে টেনে,
তুমি লও না খবর প্রাণে
তুমি তাকাও আনমনে
নিগূঢ় অভিমানে।

তুমি দেখো না আমার বৃষ্টি
তুমি বোঝো না মনের ঝড়
দাও অন্য আকাশে দৃষ্টি
বুকে শুকনো পাতার মর্ִমর্ִ।