🌿🌿বন্ধু আমার🌿🌿
  🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁


বন্ধু আমার!আছিস কোন সুদূর পারে?
দেখা হয়না কত বছর কত যুগ ধরে।
আজো খুঁজি সাজের বেলা,নিশুতি রাতে,
কাক ডাকা ভোরে।
তুই আছিস সুখেই শুনি,
ঝরে শুধু মোর চোখের পানি।


ফোন ম্যাসেন্জারে পাইনা তোরে,
দুঃখের কথা গুলো বাতাসে উড়ে,
জোসনার আলো হারিয়েছি,
আধাঁর নেমেছে অশ্রু ভারে,
নিজেকে সঁপেছি
আকাশ চন্দ্র সূর্য তারাদের ভীরে।


আকাশের যতো বায়ু
জমাট বেঁধেছে নীলে,
জীবনের ঢেউ থেমে গেলে,
দিন মাস বছর যাইবো ভুলে।


অতিত শুধু দেয় ব্যাথা,
বর্তমান মানেনা সীমারেখা,
আর নয় চাওয়া পাওয়া
জীবনের শ্রেষ্ঠ দিন যেন হয়
তোর সাথে মোর দেখা হওয়া।


মনের রাজ্য করেছিস দখল
সাধ্য কি আছে কারো করিতে বেদখল!
অনন্তকাল অপেক্ষায় থাকি যেন
তোর প্রমের টানে,
আমাদের ভূবনে,অন্ধকার রবেনা,
তোর আগমনে।


সেই চেনা গন্ধ
মনে তোলে ছন্দ
তোর সুভাষ অনুভব করি,
সারাদিন সারা রজনী।


তোর সোহাগ ভীষণ পরে মনে,
ঘুম হয়না মিথ্যা স্বপনে,
জেগে থাকি আনমনে,
ভোর হয় অভিমানে।


এলো মেলো ভাবনা,
মনের যতো যাতনা,
চোখের পলকে আধার নামে,
হৃদয়ের ঢেউ তুফান তোলে।


আজ হৃদয়ে জ্যাম ধরেছে,
তোরে দেখিতে না পেয়ে,
জ্যাম ধরা বুকের কবাট,
বন্ধু আমার! খুলবো কেমন করে?