🥀🥀দেশের টাকায় পদ্মা সেতু🥀🥀
              বেগম সেলিনা খাতুন


সেতু করলো দেশের টাকায় পদ্মার উপরে,
চলছে সব যান বাহন,রেল গাড়ীও চলিবে।
পাখির মতো উড়ে যাবে, পদ্মা সেতু দিয়ে,
দেশও দেশান্তরে পৌঁছেযাবে নতুনবার্তা নিয়ে।


কঠিন স্বপ্ন পুরণ করলো,জাতির মা জননী,
হাজার বছর বেঁচে থাকো হও সর্বজয়ী।
পদ্মা-ব্রম্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায়,
বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মা সেতু হয়।


তোমার আমার মা জননী,
শেখ হাসিনার অমিয় বানী,
সেতু করবো দেশের টাকায়,
ঠেঁকায় কোন বাপের বেটায়।


ইচ্ছে হলো পুরণ,২০২২ শের ২৫শে জুন,
লক্ষ লক্ষ জনগণ সেতু করলো উদ্বোধন।


শেখ হাসিনা প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর প্রথম আরোহী,
মাওয়া প্রান্তে টোল প্রদান করে, +8801889187314
হয়ে যায় পদ্মা সেতুর যাত্রী।


২০১৪ সালের ১২ই ডিসেম্বর,
স্বপ্নের বীজ রোপন করে পদ্মা নদীর পার।
সেই স্বপ্ন তীরে এসে ভীর করেছে,
জীবন যাত্রার মান বহুগুণ বেড়ে গেছে।


স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,
মাওয়া জাজিরার প্রান্ত, এক সুতায় গাথা হয়,
শোন শোন ভাইও বোন,শোন দেশের জনগন,
শেখ হাসিনার হাতেই হলো বাংলার উন্নয়ন।


ভুলবোনা,ভুলবোনা,কেমনে ভুলিবো তোমারে
১৭ কোটি জনগণ আছে তোমার মুখ পানে চেয়ে।


এই নিখিল ভূবনে শেখ হাসিনা একটি অনুকরনীয় নাম,
করোনা ভাইরাসের গভীর আঁধারকে করেছে ম্লান,
আসুক যতো ঝড় তুফান,
ঢাল তলোয়ার হাতে নিয়ে, যুদ্ধে যাবে,
দেশ রক্ষা করবে,জয়ী হবে ,
এই হলো আমাদের প্রধানমন্ত্রীর প্লান।
১৭ কোটি মানুষের হৃদয়ে হয়ে থাকবে সে চির অম্লান।