""ফাগুন হাওয়া ""
বেগম সেলিনা খাতুন
২৫/০২/২০২৪


ফাগুন এসেছে, কাননে ফুটেছে পলাশ শিমুল
চারিদিক সুগন্ধে সুরভিত
ফাগুন এসেছে, কোকিল গাইছে মিষ্টি মধুর
আকাশ বাতাস মুখরিত
আবীর রাঙানো ফাগুন আগুন এসেছে ধরায় ঋতুরাজ বসন্ত।


বুলবুল, শালিক, ময়না, টিয়া, কোকিলের গানে
শিমুল,পলাশ,অশোক,কনক চাঁপা নাচে দুলে দুলে
শিমুল পলাশ রঙ ছড়ায় যে পূর্ণ গাছের ডালে
ঝরা পাতার মর্মর ধ্বনি
মনে জাগে একরাশ প্রেম বাণী।


ফাগুন ডানায় ভর করে আসে কতো  পাখি!
কবির কলমে জাগে প্রেম, উচ্ছ্বাস  
মনের হরষে কবি লিখে যান
খাতা ভরে হাজার হাজার পংক্তির নির্যাস
মূদ্রিত হয় সোনাঝরা কবিতার চরণ।


এলো ফাগুন ধরার বুকে সাজে নারী বসন্তে
কবির কলম লিখে নিলো পদ্য চরণ তাতে
তুমি বসন্ত পাখি, ডানা মেলেছো আমার মনে
যদি একটি পালক পড়ে খসে, ব্যথা পাই যে হৃদয় সনে।।


তুমি বাংলা মায়ের নিত্য নতুন পাতাঝরা গান
তুমি ফসলের রঙ, নিরব নদীর কলতান
তোমার সৌন্দর্যে জাগে প্রকৃতি, হয় যে আরো সুন্দর,  
তুমি ঋতুরাজ, আগমনে তোমার কোকিল গায় আনন্দ গান


রঙিন ফুলের সুবাস ছড়ায় কতো
তোমার বিরহে কাঁদে ঋতুরাজ বসন্ত
মানব মনের কোণে জাগে প্রেমের আগুন
সাঁঝের বেলায় জোনাক জ্বলে
জোছনা রাতে জাগে আগুন ফাগুন।।