🍀🥀🥀গোপন অভিমান🥀🥀🍀
  🌾🌾বেগম সেলিনা খাতুন 🌾🌾


কত কথা জমা আছে মনের অগোচরে,
কত দিন পার হলো দেখিনা তাহারে।
আর কতদিন রইবো, তাহার পথ চেয়ে,
এক বুক ভালো বাসা নিয়ে এসো আমার দুয়ারে।


কতদিন ঘুড়া হয়নি মাঠে ঘাটে সবুজের প্রান্তর,
শুধু শূন্যতা,মুখরিত হীন নেই কোলাহল।
নীরবের মাঝে নিগূঢ় প্রেম আছে অটল,
শুষ্ক বুকে এনে দাও এক ফোটা বিশুদ্ধ জল।


কতদিন একসাথে হয়না পথ চলা,
কতদিন নিঝুম দুপুরে নির্জনে বসে হয়নি কথা বলা।
ফুল গুলো সব ঝরে গেলো অনাদরে,
আর মালা গাথা হলোনা তুমি বিহনে।


আশ্বিনের স্যাঁতসেঁতে মাটি গন্ধে ভরপুর,
গাঢ় নীল আকাশ ঝকঝকে সোনা ঝড়া রোদ্দুর।
বিষন্নতায় ভরা, চলে গেলো রাতের ঘুম,
আসেনা আর হাসি, দেখিনা হাসি মুখ।


পৃথিবীর বুকে কত রঙ ছড়িয়ে আছে,
ইচ্ছে হয় সে রঙে নিজেকে সাজাতে।
ঝড়ে গেলো জীবনের অনেক গুলো বছর,
হাসি কান্না সুখে দুঃখে চলছে জীবনের প্রহর।


হঠাৎ আনন্দে ঝলসে দিল জীবনের গান,
কেটে গেলো, ছিলো যত গোপন অভিমান।
পথের ধারে অচেনা ফুল আছে অবাক চোখে
হাত বাড়িয়ে দাও ছুঁয়ে দেখো,গন্ধ পাবে শুকে।