হেমন্তের ভোর
বেগম সেলিনা খাতুন


ঘুম ঘুম চোখে, দেখো আজকের ভোর,
হেমন্ত এসেছে, শিশিরে করছে আদর,
ফুলের সৌরভে মৌ মৌ একুল দুকুল,
প্রভাত ফুলের সুরভি লও যাবে বহুদুর।


সুরারিত আকাশ বাতাস ভ্রমরের গুনজনে,
ফুলের রেণু আহরণ করে মৌমাছির দলে,
দুষ্ট কোকিল মিষ্টি সুরে হেমন্তকে বিদায় করে,
বসন্তকে আমন্ত্রণ জানায় পুষ্প কাননে।


আকাশে আজ সাদা মেঘের ভূষণ
প্রকৃতি সব সময় বইয়ের পাতার মতন,
পাখিদের কোলাহল মুখরিত সকাল বিকাল
ফুলে ফুলে বসন্তকে করো বরণ।


ধানের খেতে হিমেল হাওয়া বয়,
নীল আকাশে সুনীল চাওয়া রয়,
সাদা সাদা মেঘের আবছা ছায়ায়,
পুর্নিমা নীল গগনে জোসনা ছড়ায়।


সোনার ফসলে মাঠ গেছে ভরে,
কৃষকের আনন্দ চলছে ঘরে ঘরে,
বাড়ীতে আজ নতুন ধানের ঘ্রান,
নবান্নের উৎসবে মেতেছে অগ্রহায়ণ।।