""" জীবনের সংলাপ """
         *** বেগম সেলিনা খাতুন ***


জীবনটা স্বরবর্ণ থেকে শুরু করে ঁ দিয়ে
শেষ করলাম।
তাতে কী সুখ ছিল?
সুখ নামের শব্দটি আমায় ধরা দিতে চায় না।
রাতের ঘুমটা ঘুরে বেড়ায়, আমার চারপাশে, ভয় পায় আমায় স্পর্শ করতে।
যদি উচ্চ কন্ঠে তাকে ভর্তশোনা করি।
আমি সকলের মতো বিশ্রাম নিতে চাই,
এটাওতো সুখ পাখি, তাই বিশ্রাম আমার ভাগ্যে লেখা নাই।
আছে দীর্ঘশ্বাসে ভরা,চলন্ত ট্রেনের মতো একটা জীবন।
ট্রেন থামবে যখন, জীবন প্রদীপ ও নীভে যাবে হয়তো।
আমি গৃহ সুখ চেয়েছিলাম, গৃহকে জোৎস্নায় প্লাবিত করতে চেয়েছিলাম,
হলোনা।
আমি কাওকে ভালোবাসতে চেয়েছিলাম,
ভালবাসা পেতে চেয়েছিলাম, নাহ,
এইটাওতো সোনার হরিণ। ছুটে বেড়ায় দিক বেদিক।
আমি শুধু মনের ভিতরে দুঃখ ভরা কথা গুলো জমিয়ে রেখে, দগ্ধ আগুন হয়ে জ্বলছি।
সকলের মতো আমার হবেনা, মন খুলে ইচ্ছে অনিচ্ছার কথা বলার।
কিছু বলতে গেলেই চার পাশ থেকে
আগুনের ফুলকির মতো উড়ে এসে,
ভষ্ম করে দেয় মনের গহীনটা।
জীবনটা উজার করে দিলাম, তাও গৃহ সুখ পেলাম না।
আমি কি শুধু ঝড়াপাতা ? আমার কি  বন্ধু লাভ হবেনা ?
বুঝবেনা আমাকে কেউ! ছায়ার আসায়
সারাজীবন খুজবো বৃক্ষ?