ও রমনী
বেগম সেলিনা খাতুন।


ও রমনী; তুমি যে সোনার চেয়ে দামী
                 ভরা নদীর উচলে পড়া ঢেউ,
অরুণ আলোর দ্যুতি; তোমার মতো
                 ভালো বাসেনি তো কেউ।


সতেজ গোলাপ যে তুমি  
              কখনো অথৈ জলরাশি,
ঘোর লাগা চোখের দৃষ্টি
              বলতে যে চায় - ভালোবাসি।


ও রমনী; তোমার ঐ চোখের চাহনি
                হৃদয় বিদ্ধ করে
নির্বাক তুমি, তবু ভেসে যাই
                প্রেম জোয়ারে।


তুমি যেন রজনী গন্ধা
            শুভ্র হৃদয়ে
চলনে বলনে অনন্যা
            হাসিতে মুক্ত ঝরে।


তোমার হৃদয়ে বসন্ত
              আসে বারে বারে
পাপিয়ার পিউ পিউ
               গান সুরে সুরে
ভ্রমরের গুঞ্জন ধ্বনি
               শোন আনমনে ।


পরেনা চোখের পলক,
               নজর কারে নাকের নোলক
তোমার কপোল জোড়া
               স্বর্গ সুবাস ঘেরা।  


ও রমনী; তুমি নদী স্রোতস্বিনী
               আমার কল্পনার রাণী
জীবন সমুদ্রের জোয়ার ভাটা
                হৃদয়ে সুখব্যথা।


তোমার রচিত সুখ আশ্রয়ে
               হৃদয়ের খড়কুটো
বানাবে স্বর্গের উদ্যান
                পাবো স্বর্গের সুখ
তোমার পরশে ।


ভালোবাসি ভালোবাসি তোমাকে  ছুঁয়ে ছুঁয়ে।