""" ভালোবাসার বৃষ্টি """
বেগম সেলিনা খাতুন


ঝুম ঝুম চলছে বৃষ্টির মহা ধুম,
চোখে কি তোমার নিরব ঘুম?
দাঁড়িয়ে আছি তোমার গৃহ দ্বারে
বিজলী চমকায় বারে বারে।


গভীর নিশি, নিরব শশী,দুর আকাশে
নূপুর পায়ে রুদ্ধ দ্বার দাওনা খুলে
সজল হাওয়া বইছে পুষ্প বনে
এ নিশি ভোর হোক প্রেমের গুঞ্জনে।


বৃষ্টি ভেজা শিউলির সুভাস, ভরেছে মন প্রাণ
শুনতে কি পাওনা প্রিয়? আমার হৃদয়ের আনচান,,
তৃষিত মনটা মোর করেছে আকুল আবেদন
দাও দেখা হোক চোখাচোখি,গোপন প্রেম রাখিব গোপন।


নূপুর পায়ে দেখেছিলাম বৃষ্টিতে ভিজতে
চোখে চোখ পড়ে গেলো মনের অজান্তে
আমার যা কিছু ছিল সব করে নিলে চুরি
তোমায় বেসেছি ভালো গোপনে পরাণ ভরি।


চারদিকে মেঘের ছায়া সীমানা ছাড়া
করে রেখেছে কালো শাসন মানে না তারা
ঘরে ফিরে যাও দস্যি ছেলে, মোর কথাটি শোনো
মেঘ ডাকে গুরুগুরু,এখনি নামবে ঢল,হবে বৃষ্টি শুরু।