আমার বাংলা আমার যুদ্ধ আমার একাত্তোর,
সেই স্মৃতি আনে হৃদয় গভীরে বিষাদ করুন সূর।
আমার স্বজন মুক্তিযোদ্ধা আমারি দেশের সন্তান,
নিজেকে বিলিয়ে, নিয়ে এলো তারা, যুদ্ধ জয়ের সম্মান।
আমার এ দেশ আমারই থাকবে, আমি নই পরাধীন,
এই ভাবনায়, মুক্তি সেনারা লড়েছো রাত্রি দিন।
আহত হয়েছো, নিহত হয়েছো, হারিয়েছো পরিবার
তিরিশ লক্ষ শহীদ বাঙ্গালী, বিজয়ের কারিগর।
লাঞ্ছিতা সব বীরাঙ্গনা, আমারই ঘরের নারী,
হায়েনা পিশাচ দুবৃত্তেরা, দিয়েছে অশ্রুবারী।
একপাশে তার বিজয় গর্ব আর, একপাশে তার ব্যথা,
বিধাতাই জানে তার সে গভির, বেদনার শত গাঁথা।
পুরুষ আর নারী, একাত্তোরের এই বাংলার বীর,
তোমরা শ্রেষ্ঠ, চির বরেন্য, নত করি তাই শির।