সুগন্ধি সুবাসিত কতো যে আকার ,
রঙ্গিন কোমল দেহ প্রিয় যে সবার।
লাল নীল হলুদ, সবুজ, সাদা বেগুনি
গোলাপি শ্যাওলা, খয়েরি, কমলা আসমানি।
নিজের সুবাস দিয়ে বিমোহিত করে,
কে না বল ভালোবাসে নারী আর নরে।
জানো কি জাতীয় ফুল নাম শাপলা,
জলাশয়ে ফুটে থেকে করে উজালা।
ফুল তুমি নানা রঙে এসে নানা সাজে,
মিশে আছ আমাদের কতো কতো কাজে।
ফুল দিয়ে তৈরি, ঔষধ উপটান সুবাসি আতর,
ফুল দিয়ে সাজালে আরও মোহময় হয় সকল প্রহর।
বেলি দিয়ে মালা গেঁথে খোঁপাতে পরে,
শাড়ী পরে মেয়েরা আনন্দে ঘোরে।
বাংলার নারী আর কনক কুসুম,
দুয়ে মিলে জড়াজড়ি উৎসব ধুম।
প্রিয়াকে প্রথম দেই রক্ত গোলাপ,
তারপরই শুরু হয় মিষ্টি আলাপ।
ভালবেসে প্রিয়জন গোলাপ দিলে,
ভালো লাগে তাজা ফুল গুচ্ছ পেলে।
বিয়ের হলুদ হলে বাংলার মেয়ে,
কতো যে ফুলেতে সাজে দেখবে চেয়ে।
ফুল দিয়ে সাজে ঘর
এই মধু রাত হোল ফুলশয্যা,
ফুলে ঘেরা ঘর খানি
ঘোমটায় বসে বধু পায় লজ্জ্যা।
মালা গেঁথে বিজয়ীকে
ফুল দিয়ে করি স্বাগতম,
এভাবেই ফুল দিয়ে
বরেন্য ব্যক্তির হয় আগমন।
শেষ বিদায়ের কালে
শ্রধ্ধার ফুল গুলো দেয় সবে এসে।
ছেড়ে যাবে সব কিছু
সুগন্ধিটুকু শুধু রবে অবশেষে।