ছিপ ফেলেছি আমি
মধ্য দিনের দুপুরে,
বাগান বাড়ির কোনায়
ছয় নম্বর পুকুরে।
বগল তলায় বাক্স নিয়ে
ছিপটি নিয়ে হাতে,
সাবধাননেতে পা ফেলেছি
টের পায় না যাতে।
দীঘির পাড়ে মস্ত দুটো
আছে তেতুল গাছ,
সেথায় বসে জম্পেশ আজ
ধরবো মাছ আর মাছ।
শুনেছিলাম তেতুল গাছে
আছে নাকি ভুত,
ডরাই নাকি আমি তোদের
আসুক ভুতের পুত।
তেতুল তলায় দিব্যি বসে,
সুর তুলেছি গানে,
ধরবো মাছ খাবো মাছ
লাগছে খুশি প্রানে।
মস্ত বড় দীঘিরে ভাই
শ্যাওলা সবুজ পানি,
দীঘি নিয়ে সবার মুখে
গল্প কতো শুনি।
দীঘির ভেতর আছে নাকি
বিশাল বিশাল মাছ,
লাফিয়ে উঠে দেয় ছুঁয়ে
দীঘির পাড়ের গাছ।
দীঘির পাড়ে গাছের সারি
কোথাও খালি ঘাস,
কোথাও আছে ঝোপ ঝাড় আর
গাছে পাখির বাস।
আরে দেখি মালি চাচা
এদিক পানেই আসছে,
এপাস ওপাশ দেখছে চেয়ে
দাড়িয়ে কিছু ভাবছে।
মাছ ধরছি লুকিয়ে আমি
কেউ জানেনা এটা,
চেঁচিয়ে বাড়ি করবে ধাওয়া
জানলে মালি বেটা।