মাছ ধরা---৫
সেলিনা জান্নাত


মাছ ধরবে ভাল কথা
চৌধুরীকে বল,
যেই কাজেতে অন্যায় নেই
সেই সে পথে চল।
বাগান বাড়ির ওই কোনাতে
খারাপ কিছু আছে
সবাই জানে তাদের বাসা
দীঘিতে আর গাছে।
রাত্রি বেলা দীঘির পাড়ে
না যাওয়াটাই ভাল,
আঁধার ঢাকা ওদিক পারে
পাবেনাকো আলো।
আমার বাড়ির পাশের বিলে
ধরতে এসো মাছ,
খুশই হবো তোমরা এলে
সকাল দুপুর সাঁজ।
ঠিক আছে আজ চলি বলে
বেরিয়ে এল দুজন,
আমবাগানে বসলো এসে
ভোলার সাথে রাজন।
ও ভোলারে আমার দুটো
ছিপ আছে ওই পুকুরে,
ঠিক করেছি আবার যাব
কালকে দিনে দুপুরে।
এবার তোকে সাথে নেব
সত্যি বলছি ভাই,
দিব্যি করছি জ্বরে পড়বো
একলা যদি যাই।
হ্যাঁরে রাজন এটাই তবে
রইল কথা তোর,
আজ তবে যাই আসবো কাল
রাত্রি হলে ভোর।
আজকে দুজন ভোলা রাজন
দীঘির পাড়ে বসে,
চুপটি করে বসে আছে
মাছ ধরবার আশে।
ঝিমুচ্ছিল দুই বন্ধু
হেলান দিয়ে গাছে,
চমকে তাকায় ছিপ নড়ছে
টানছে বুঝি মাছে।
নড়ছে ছিপ নড়ছে টোপ
টান পড়লো জোরে
দুই দোস্ত শক্ত করে
ধরতে পারে না রে।
কতোই বড় মাছ ভাইরে
ছিপ নিল কোন  বলে,
ছিপ ধরতে দুই বন্ধু
নেমে গেল জলে।
হটাত তখন পানির ভেতর
ঘূর্ণি শুরু হোল,
লাফিয়ে রাজন পাড়ে এলো
ভোলা রয়ে গেল।
পানির ভেতর হাবুডুবু
কাঁদছে ভোলা জোরে,
কোথায় মাছ কোথায় ছিপ
ভোলা বুঝি মরে।
  চলবে---।