মাছ ধরা   ---- ৭


সেলিনা জান্নাত


''টিপ্পনীটা বেশিই করিস ।
চৌধুরীদের বাগানে,
একলা গেলে বুঝতে পেতিস ।
কি হোল কি কারনে।''
''কাজ নেই গো বুঝে আমার
এইতো ভালো এখানে।
বিলের জলে পা ডুবিয়ে
তেতুল খাচ্ছি যতনে।
মাছ ধরবার ইচ্ছে হলে
কালকে আমায় জানাস।
আমার জন্য বঁড়শি গেঁথে
একটি ছিপ বানাস।
তিনটি মিলে বিলের জলে
তুই আমি আর ভোলাতে।
মাছ ধরব সারাটাদিন
ফিরব সন্ধ্যেবেলাতে।''
''আহা আহা কত যে শখ
তোর সাথে মাছ ধরব।
এমন কথা যা ভুলে যা
মোটেই তা নয় করবো।''
''আমায় যদি মানা করিস
চুপি চুপি আসবো।
তোদের ধরা মাছগুলোকে
বিলের জলে ছুঁড়বো।
দশ্যি তোরা একশত ভাগ
আমি হলাম একশ এক।
ভালো করে এই কথাটা
আজ দুজনে বুঝে দেখ।''
ছোট্ট মেয়ে লাল টুক টুক
শাড়ির আঁচল দুলিয়ে।
পেছন ফিরে চললো হেঁটে
মাথা দিল গুলিয়ে।
মুখটি করে ভীষণ ভারী
চোখ দুটোকে কুঁচকে।
ভাবছে রাজন শ্যামলিটা
দুষ্ট কিন্তু পুঁচকে।
তারপর দিন বাবার শাসন
ঘোরাঘুরি করা বারন,
ইশকুলেতে পাঠিয়ে দিল
পড়া লিখা করবে।
সারাটা দিন ভাবল রাজন
বিলের পাড়ে যাবে কখন,
ভোলার সাথে হয় নি দেখা
কখন ভোলা আসবে।
ইশকুলেতে মন বসেনা
স্যার কি বলে তা শুনে না,
মুখটি করে দুখী দুখী
উদাস হয়ে থাকে।
কখন ছুটি ভাবছে সেটা
হটাত করে শ্যামলীটা,
হায় জ্বালাতন উদয় হোল
কেন মনের চোখে।


  চলবে.........।