পারিনি ভুলতে
ভরা জ্যোৎস্নাতে,
অমানিশায় প্রদ্বীপ জ্বালিয়ে
প্রথমে তোমাকে দেখতে পাই।


নদীর জোয়ারে ভেসে তো
তুমি আসনি,
তোমার একটা পরিচয়
তো ছিলই।


পারিনি নিজেকে
প্রমাণ করতে,
কখনো তো বাধ্য করিনি
তোমায় ফিরে আসতে।


হয়তো- তোমাতে তুমি ঠিক
আর আমাতে আমিই,
এরই মাঝে -
কেটে যাবে বাকিটা সময়।