পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে
        যারা ভীষণ অনুভূতি প্রবণ,
অন্যের অন্ধকার মুখে হাসি ফোটাতে যারা মরিয়া
        অন্যের অসুস্থ্যতায় নিজেকে শক্তিহীন অনুভব করে।


সত্যি বলতে কি-
        সেটাই ওদের জীবনের জন্য বিরাট বাঁধার সৃষ্টি করে,
ডাক্তার, কবিরাজ থেকে শুরু করে কাছের দূরেই সবাই
        কেবলি এদের অবজ্ঞা করেই অনুভূতি প্রকাশ করে।


তাহলে কেমন হওয়া উচিত একজন মানুষের?
       স্বাভাবিক ভাবেই তো সে বঞ্চিত হলো অনাদিকাল,
কালের আবর্তে বঞ্চনা আর ধিক্কার শোনাই হয়
       তাদের নিত্য নৈমিত্তিক দিনের পাওনা।


তাহলে এরা যাবে কোথায়?
       ভালোবাসা বঞ্চিত বলেই-
এরা অন্যকে ব্যথাও দিতে পারে না
      তবে ভালোবাসা পাওয়ার অধিকার 'ওদেরও আছে'।