আমি ভেসে চলেছি উত্তাল সমুদ্রের গর্জন ছেপে;
একটা বাতিঘর আমি দেখছি ঐ দূর ঝড়ের আবছায়ায়।
এই রাতের সমুদ্র আমায় না শোনাক মরিচীকার গল্প,
এই প্রকান্ড ঢেউ, আঁধার ও একাকিত্ব আমার হতে পারে না!
বাতিঘর তুমি মরিচীকা হয়ে যেওনা; দাঁড়িয়ে থাকো ঠাঁয়;
যেভাবে ছিলে তুমি
এই উত্তাল রাত থেকে শান্ত সমুদ্র সকাল, প্রায় হাজার বছর।
এই ভেসে থাকার ইতিহাসকে তুমি অগ্রাহ্য করতে পার কি?
আমি ভেসে চলেছি উত্তাল সমুদ্রের গর্জন ছেপে।