ওগো উজান ঘাটের নওজোয়ান!
সাহসে অতুল তব বাহুবলে বলিয়ান।
মিথ্যাকে ঠেলি আঁধার ভেদি হও তব আগুয়ান,
সত্যের প্রদীপ রাগিয়ে দাও গোরস্তান বা শশান।
চলিবে কি পিছু সবি আজি মিছু,আগে চল আগে তার,
সপ্তসিন্ধু পর্বতমালা হতে হবে দ্রুত পার।
ঘাটে ঘাটে দেখো বাধা রবে, ঘটে ঘটে রবে ছল,
সততার নড়ি হস্তে নিয়া শত বাধা উপাড়ি চল।
কন্টক বেড়ি হস্তে তোমার ললাটে আসিবে ঘাত,
নিষ্ঠা বলে সত্য তাড়নে করিবে মিছুক কাত।
অপযশ নাম কীর্তি পাকনা মিথ্যাবাদি,
আমরা চাহিব সত্যের পথ নিষ্ঠা,ধর্ম আদি।
চটি নেতা হতে গদি নেতা যদি যুলুম করে তবেহ,
নওজোয়ান আর বুড়া গোঁয়ান তাদের করিব জবেহ।
কেন চল মিছু গদি চোর পিছু,কিসে করে তুমি ভয়,
চোরের দলের বক্ষচিরে ভয়কে করো ক্ষয়।
আপন যুগ হুযুগে বেতাল,হইয়োনা তব বেতাল,
লভিবে যেদিন ভবিষৎ তোমা,কি দিবে জবাব কাল?