যেখানে যাও না কেন (চলে যাও)
আমার সুরের থেকে রেহাই পাবে না তবু;
তোমাকে দেখার সাথে সাথে সেইদিন বুক থেকে-
অতীন্দ্রিয় যে সুরের সৃষ্টি হয়েছিলো ;
সেই সুর উপেক্ষা করার মতো ক্ষমতা তোমার কখনোই হবে না কো;
পৃথিবীর ওপারে - পাতালে -
এমন কি চতুর্মাত্রিক সে জগতে, যে জগতের খোঁজ কেউ পায় না কখনো;
সেখানেও সেই সুর বিঁধে যায় উলের কাঁটার মতো।


তবে তুমি পার পেয়ে যাবে;
যদি তুমি অন্যকারো গানে মিশে যাও
গানের সুরেরা গান কখনো কী শোনে?