মেয়েটি আজো আকাশ দেখে, যে আকাশটি আমার ছিল
আমার ছিল, তারও ছিল - আজকে শুধু তার কী করে?
আমি কি খুব গোপন ভোরে হৃদয় থেকে মুছতে পারি
আমি কি খুব রাত-বিরেতে গভীর কোনো আঁধার মেখে
তার আড়ালে আকাশখানি মুছতে পারি?
যেটুক শুধু আমার ছিল,আমার ছিল!
কী জানি আজ আকাশ দেখে মেয়েটি কিছু ভেবে পায় না
আমার ঠিক কোন আকাশে হৃদয়খানি লেপ্টে ছিলো
না কি আজও আমার গড়া আকাশ ভাঙা বজ্রপাতে
তার দু'হাতে আগুন প্রলেপ - তার হৃদয়ে শূলের খোঁচা
দিচ্ছে আজো পুরান প্রেমে, নতুন প্রেমে পতঙ্গরা
নিচ্ছে শুষে ফুলের ব্যথা
আমার গড়া আকাশখানি ঝাপসা চোখে অস্পষ্ট
জলের তলে লুকিয়ে ব্যথা, ঝাপসা চোখে আকাশ দেখা আর কত দিন?
এরচে' ভালো তার আকাশে হৃদয় মেলে পুড়িয়ে ফেলো
এক শরীরে দু'টি মনের জায়গা দিলে - কী হয় তুমি জানতে যদি!
তখন তুমি নরক টেনে আনতে বুকে স্ব ইচ্ছাতে
বলতে তুমি - তারচে' ভালো নরক দাহ