আঁখিজল
  শপথ


আঁখিজলে গেঁথে মালা    পরাব তোমারে,
অশ্রু দিয়ে লিখা গান     কাব্য উপহারে।
কষ্টের জীবন নদী       ভরেছি কান্নায়,
সপ্ত সাগর নয়নে      ভাসাবো বন্যায়।
দুই চোখে বারিধারা      ঝর্ণা হয়ে ঝরে,
স্রোতধারা কুল ভাঙ্গে      প্লাবিত সাগরে।
জলোচ্ছাস, ঘুর্ণিঝড়        প্রলয়ের উর্মি,
স্বপ্নগুলো ভেসে গিয়ে,      উষ্ণ মরুভুমি।


দুচোখ আমার নদী,      কি দেখতে চাও?
যত পার বন্ধু তুমি        ব্যথা দিয়ে যাও।
তৃষ্ণা যদি লাগে কভু        জল তুলে নিও,
অঙ্গে বিরহ জ্বালায়          এসে ডুব দিও।
যন্ত্রণার অগ্নি বুকে           শান্তনায় বল,
আঁখিভরা আছে জল      নিভাতে অনল।