আপন অস্থিত্বে
শপথ


হরিণীর নাভীমূলে কস্তুরী সুগন্ধ,
মেতেছে জগতময় খবর জানেনা,
ঘ্রাণের খুঁজে হরণী ছুঁটছে অজানা,
বন জঙ্গলে দৌড়ছে দিওয়ানা অন্ধ।
তেমন হরিণী দশা অজ্ঞানীর কান্ড,
অবহেলা অনাদরে আপন অস্থিত্ব,
অন্যের মাঝে খুঁজিছে বাঁচার স্থায়িত্ব,
বৃহৎ বিশ্ব ব্রহ্মান্ড ক্ষুদ্র দেহ ভান্ড।


সৃষ্টিকর্তা চাবি দিল আত্মা নাভীমূলে,
খুঁজি যারে যথাতথা হয়না সখ্যতা,
হৃদয় বন্ধনে জানি নেই আত্মীয়তা,
সৌরভ সুভাষে মুগ্ধ দিবানিশি ভুলে।
সৃষ্টির শ্রেষ্ট মানুষ সুন্দর সৃজন,
পৃথিবীতে পন্ডশ্রম মানব জীবন।