ব্যবধান  
শপথ


যার প্রেম ছিল মনে ফাগুনে শ্রাবণে,
ভাবিনি ঝরে পড়বে বৃষ্টি দুনয়নে।
আশাগুলো মুছে যাবে কান্না অনুভবে,
ভাঙ্গা হৃদয়ে কেবল কষ্ট সাথী হবে।
বিরহী অন্তর পুড়ে বৃষ্টির আগুনে,
এত জ্বালা অবসান হয়না মরণে।
শ্রাবণের বারিধারা বেদনার কাঁটা,
জোয়ারে তলিয়ে যায় আসেনা যে ভাটা।


সুখের বৃষ্টি হঠাৎ বৈশাখী তুফান,
ভালবাসার সম্পর্কে কত ব্যবধান!
বৃষ্টির সানাই সুরে মন ভেঙ্গে যায়,
মুছে দিতে চাই যদি স্মৃতিতে লুকায়।
বুকের আড়ালে ব্যথা মুখে আঁকি হাসি,
চাই শুধু সুখে থাক যাকে ভালবাসি।