বাদ্য যন্ত্রে বাঙালী
শপথ


একতারা কেঁদে মরে হারিয়ে বাউল,
বেহেলা দোতরা হাতে গায় না যে গান,
মন্দিরাতে বাংলা মা হয় অপমান,
ঢাক ঢোল ভাঙ্গা বস্তু সারিন্দাতে ধূল।
রবীন্দ্র নজরুলের বাজে না তবলা,
লোঁকগীতি পল্লীগীতি সঙ্গীতের নাম,
মধুর সুর ভুলেছে হারমোনিয়াম,
রাখালিয়ার যাদুর বাঁশি অবহেলা।


বাংলাদেশে বাঙ্গালী শুনে ইংরেজী,
বিদেশের সংস্কৃতি চর্চা দিবা রাতি,
যাত্রাপালা নাচ গান সব যেন স্মৃতি,
কাওয়ালী পালাগান রঙ ঢঙে সাজি।
ডিজে রিমিক্স এখন নেই ভাটিয়ালী,
ভুলেছে লালনগীতি কি করে বাঙালী।