বেলাশেষে  
শপথ


দিনভর খেলাঘর বাঁধিতে সুন্দর,
চারদ্বার কুয়াশার নিরাশার চর,
বার বার হতাশার সময় ধূসর,
রাতভর বেখবর প্রতিটি প্রহর।    
মনে বসে ভালবেসে কে ডাকে আমায়,
অপেক্ষায় দিন যায় স্মৃতির পাতায়,
আশাগুলো এলোমেলো কাঁদে বেদনায়,
শূণ্য মিলে যোগফলে জীবন খাতায়।


প্রানহীণ মনোবীণ বিরহের সুর,
ছলনায় চলে যায় দুর বহুদুর,
আলিঙ্গণ সারাক্ষণ আঁখিনীড়ে ভাসে,
কামনার বাসনার অতৃপ্ত পিপাসে।
অনুরাগে অভিযোগে মিছে অপমান,
বেলাশেষে অবশেষে গেল বুঝি প্রাণ।।