চির নিদ্রায় শায়িত জাগালোনা কেহ,
শোকাহত প্রাণ কেঁদে করছে বিলাপ,
পাড়া প্রতিবেশী করে বিভিন্ন আলাপ,
মাটির কবরে লোকে রাখিয়াছে দেহ।
চোখ মেলে তাকানোর শত চেষ্টা করে,
বিদায়ের আয়োজনে আত্মীয় স্বজন,
কাফনে সাজায় মোরে বন্ধু প্রিয়জন,
প্রয়োজন নেই বুঝি পৃথিবীতে মোরে।


দেশে বিদেশে প্রচার আমি নাকি মৃত,
ঘর হইতে বাহিরে আনে তাড়াতাড়ি,
গোসলে গরম পানি টাঙ্গানো মশারী,
আতর গোলাপ জল ছিটে অবিরত।
কতদিন ঘুমালাম পাশাপাশি শুয়ে,
শুইবেনা আজ কেউ সঙ্গী সাথী হয়ে।।।