মনে আনন্দের দোলা খুশির তরঙ্গে,
বীণা বাজে নব সুরে গীতের সঞ্চারি,
অনাবিল সুখে হাসে জীবন বাহারি,
শান্তির পরশ আজ জেগে উঠে অঙ্গে।
কোলাহলে মুখোরিত হৃদয় সীমানা,
তুমি আমি মিলে মিশে একসুত্রে গাঁথা,
শরমের লাজ ভাঙ্গে নয়নের পাতা,
জোয়ারে মিলন মেলা সাগর মোহনা।


এ যেনো অন্য ভূবন অন্য কেউ আমি,
ফুলে ফুলে নৃত্য তালে রচিত কানন,
পাপিয়া কোকিল ডাকে বসন্ত ফাগুন,
নির্জন মানব শূন্য পাশে শুধু তুমি।
উষ্ণ মরু সাহারায় শ্রাবণের ধারা,
আবেগী ভালোবাসায় চিত্ত আত্মহারা।