ধর্মগুরু
শপথ


ইসলামের বিধান পালনে মুমিন,
শরীয়তের আইন সুন্নত ফরজ,
নামাজ রোজা যাকাত কুরবাণী হজ্জ,
অবাধ্য পাপীর সাজা বিচার কঠিন।
মন্দিরে পুরোহিতের পূজা আরাধনা,
মঙ্গল কল্যাণে সত্য বিধান সঠিক,
রহস্য আড়ালে লুকে ভুলের পথিক,
গীর্জায় পাদ্রীর করে  নিত্য উপাসনা।


ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানবতা ভুলে,
একই বৃন্তে ফুটেছে নানা রঙে ফুল,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সকল,
অধিকার অবরুদ্ধ ধর্মের শিকলে।
হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খৃষ্টান,
পন্ডিত ধর্মের গুরু কে আছে মহান?