বারে বারে ডাকে সখি কে যেন আমারে,
নাম ধরে সুরে সুরে বুকের গহীণে,
এদিক ওদিক খুঁজি সামনে পিছনে,
উত্তরে দক্ষিণে কোথা পাব বল তারে।
সকাল দুপুর সাঁঝে আকাশে বাতাসে,
আড়ালে লুকানো সখি নিঠুর দরদী,
ইশারায় হাতছানি দেয় নিরবধি,
বলে যায় অবিরাম শুধু ভালোবাসে।।


আর কত দিন রব উদাসী চঞ্চল,
মতিভ্রমে আত্মহারা স্বপ্নের প্রহর,
বশিকরণ যাদুতে খেলেছে নাগর,
আমারে বানাইল সে প্রেমের পাগল।
বল না কে এনে দিবে সুখের কাননে,
যারে ভাবি দিবা নিশি ধ্যানে জাগরণে।।