টস টস রসে ভরা কাঁচা পাকা ফল
ডালে ডালে ঝুলে দেখে জিবে আসে জল
চুপে চুপে চুরি করে খেতে ভারি মজা
মিঠা মিঠা টক ঝাল কত স্বাদে তাজা
টিপে টিপে আম জাম ওঠে গিয়ে গাছে
চেটে চেটে খেতে চায় যত মধু আছে
গাছে গাছে ফুল ফল শুধু শুধু ভাঙ্গে
মনে মনে তৃপ্তি নেই উড়ে যায় রঙ্গে


চাই পাই নাই নাই ক্ষুধা তৃষ্ণা বুকে
যত পাই তত খাই বাঁচা মহা সুখে
যত আছে সবি চাই শুধু একা আমি
ছোট বড় কারো নয় সরে যাও তুমি
কত বীজ পুতে রাখি গজে ওঠে চারা
আটি ফেলে মহা ভুলে দাবী নিয়ে খাড়া