গরীবের হক
শপথ


পাঠালে ভূবনে প্রভু  ভিখারীর ঘরে,
আশরাফুল মানুষ পৃথিবীর বুকে,
উচু নীচু ভেদাভেদ পার্থক্যের চোখে,
অভিজাতের গৌরবে অবহেলা করে।
সমাজের অধিপতি ধনীর ক্ষমতা,
অন্ন বস্ত্র বাসস্থান নির্মাণ সৌখিন,
দরিদ্র অভাবী যত ক্ষুধার্ত মলিন,
গরীবের অধিকারে নেই মানবতা।


খাবারের অপচয় নিত্য যায় করে,
অনাহারী দিবা নিশি নিদ নেই চোখে,
জাগেনা বিবেক কভু ধনীদের বুকে,
এক মুঠো ভাত পেতে যুদ্ধ সংসারে।
নির্মম নিষ্ঠুর ধনী জালিম শাসক,
শোষন করেছে যত গরীবের হক।