পরম করুণাময় আল্লাহর নাম,
শুরু করলাম যিনি দয়ালু মহান।
মহাগ্রন্থ কুরআনে আয়াত নাযিল,
মুহাম্মদের নিকটে এল জিব্রাঈল।
বিচার দিবসকে যে মিথ্যা বলে থাকে,
আপনি দেখেছেন কি সেই ব্যক্তিটাকে?
এতীমকে গলা ধাক্কা দিল যেই জন,
ক্ষুধার্তকে অন্ন দানে আনন্দিত নন।


বড় দুর্ভোগ সেসব নামাযীর জন্য,
উদাসীন বেখবরে চিন্তা যার অন্য।
লোক দেখানোর জন্য করে শুধু যারা,
নামায সম্বন্ধে সদা থাকে আত্মহারা।
ব্যবহার্য নিত্য বস্ত অন্যকে দেয় না,
সুরা মাউন আয়াতে রয়েছে বর্ণনা।