হৃদয়ে নিরব কথা
শপথ


ঢেউ শুধায় নদীকে কথা চুপে চুপে,
চাঁদ বলে জোৎস্নাকে পূর্ণিমার রাতে।
ফুল বলে দোলে দোলে বাতাসের কানে,
ভ্রমর আসবে জানি শৌরভের ঘ্রাণে।
রাতের আঁধার ডাকে ভোরের কুয়াশা,
উদিত রবির ঊষা বাঁচিবার আশা।
ঘাসের ডগায় দীপ্ত শিশিরের বিন্দু,
বুকের অতলে স্বপ্ন গড়ে মহা সিন্ধু।


ফাগুন ডাকে বসন্ত প্রকৃতির রুপ,
সাগরের বুকে নদী মোহনায় চুপ।
পাপিয়ার কুহু কাহা সুরেতে আকুল,
চাতক প্রহর গুনে মিলনে ব্যাকুল।
বুকের ভিতর শুনে অপেক্ষায় আমি,
হৃদয়ে নিরব কথা কি যে বল তুমি ।