জাত প্রথা
   শপথ


জাত গেল জাত গেল        এখন কি করি,
হিন্দু মুসলিম বৌদ্ধে        চলে আড়াআড়ি।
শক্ত লোহাড় শিকলে        জগতের ভেরি,
জন্ম মৃত্যু কালে চিহ্ন      জাতের কি পড়ি?
মানব সমাজে এসে          জাত ব্যবধানে,
মানুষে মানুষে বন্দি        রয়েছে অধীনে।
স্রষ্টা সৃজনে সৃষ্টির।           গঠন আকার,
পার্থক্য বিরাজমান              অবয়ব কার।


মানব বেদ বিধানে           আইনের প্রথা,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি         তর্ক যথা তথা।
জাত বিচার না করে           ধরণীর বুকে,
শুদ্ধ প্রেমের আচারে         থাক চির সুখে।
হবে কি সৃজন ভবে           মানব সমাজ,
হিন্দু মুসলিম বৌদ্ধ       এক হতে আজ।