জীবন সীমান্তে
শপথ

চলতে চলতে পথে  হয়তো দুজনে,
হঠাৎ জানি জীবনে পাব আবর্তনে।
সৌরজগতের অক্ষে গ্রহ উপগ্রহে,
গতিপথে আবর্তিত বলয় নক্ষত্রে।
সূর্যগ্রহ চন্দ্রগ্রহ  কক্ষপথে এসে,
উত্তর দক্ষিন মেরু মিশে ভালবেসে।
ভৌগলিক সীমা রেখা জীবনের চক্র,
তুমি আমি দুজনের গতি রেখা বক্র।

যে প্রান্তে হারাই মোরা দিগ দিগন্তের ,
অতৃপ্ত মিলন তৃষ্ণা যুগ যুগান্তের।
রাগ অনুরাগে যত বুকের বেদনা,
মান অভিমানে প্রশ্ন  সমাপ্তি ঘোষণা।
নিরন্তর ভালবাসা ইচ্ছের অজান্তে।
পাশাপাশি মুখোমুখি জীবন সীমান্তে।