জীবন সঙ্গিনী  
শপথ


চন্দ্রিমার স্নিগ্ধ আলো নিশিথ রজনী,
জোসনায় খেলা করে ফুটন্ত কামিনী।
পূর্ণিমার চাঁদ যেন হাতে এসে জোটে,
উজ্জ্বল কিরণ প্রভা হৃদয়ের পটে।
হাতে হাত রেখে যবে বুকে নিল টেনে,
ক্ষণিকের  তরে ভুলি পৃথিবী মিলনে।
ব্যকুলতা নিয়ে ভাবি কি অমৃত সুখ,
জড়িয়ে তাড়িয়ে দিল আজন্ম দুঃখ।


আদরে বিলিয়ে দিল প্রেমের আবেশ,
ভালবাসার পরশে হই নিরুদ্দেশ।
বাহু বন্ধনের স্পর্শে উষ্ণ আলিঙ্গন,
বুকের গভীরে জাগে প্রাণে শিহরণ।
দিন কি রাত কেবল অবাক নয়নে,
তোমাকেই চাই শুধু জীবনে মরণে।।