ক্ষম অপরাধ
শপথ


প্রভু হে আমার তুমি মোর অপরাধ,
মহান করুণাময় দাও ক্ষমা করে,
অন্য কোথাও পাবনা তা-ভব মাঝারে,
রহমান নাম গুনে দাও হে নাজাত।
ভুল করে ভুল বুঝে কুপথে গমন,
দুনয়নের দৃষ্টিতে ভুলের আঁচর,
হস্ত পদ কর্ণ সহ পাপী যে অন্তর,
দুনিয়াতে পথভ্রষ্ট কলঙ্ক অর্জন।


অনন্ত অসীম তুমি হে অন্তরযামী
তোমার ক্ষমা সুন্দর সৃষ্টির কল্যাণ,
রহমত বরকত সর্বদা প্রদান,
কবুল কর হে প্রভু জগতের স্বামী।
পাপী মুখে গুনগান গাইব কি আমি,
জীবনের অপরাধ ক্ষম প্রভু তুমি।