এই কবিতাটার আরো একটা বৈশিষ্ট্য আছে প্রথম স্তবক অষ্টকের আদি অক্ষরেও কবির নাম পাবেন।
কবিতায় ভিতরে আপনার নামের পরিবর্তনের জন্য আন্তরিক ভাবে দুঃখিত বিষয়টি মার্জনা করবেন।


কবি অনীক মুজমদার
শপথ


অনিক মজুমদার কবি ও পাঠক,
নিশ্চয় জানি আপনি ব্যক্তিত্বে মহান,
কর্মকাণ্ড দ্বারা হবে জগতে কল্যাণ,
মনে প্রাণে সত্য ন্যায় রয়েছে আটক।
জুটেছে ভাগ্যে আমার আসর পাতায়,
মনের মত মানুষ জ্ঞানী গুনী কবি,
দায়িত্ব কর্তব্যে বন্ধু আদর্শের ছবি,
রয়েছে মন্তব্যে পাশে অনুপ্রেরণায়।


আলোর প্রদীপ শিখা ঘুচাতে আঁধার,
অনবদ্য কাব্য লিখে অত্যান্ত সুন্দর,
কবিতার এ আসরে কেরেছে নজর,
বাক্যে বর্ণের অপূর্ব শব্দ সমাহার।
ভাল ও সুস্থ থাকুন হৃদয়ে প্রার্থণা,
সুখী দীর্ঘায়ু জীবন সর্বদা কামনা।