লজ্জা সে তো চরিত্রের সুন্দর ভূষন
দেহ ঢেকেই বুঝেছি হল নিবারন
কতটুকু খোলা মেলা পড়েছি পোশাক
পাড়া পড়শী বাজাল ঢোল আর ঢাক
লোলপ দৃষ্টিতে যারা দেখে অপলক
রুপ যৌবনের লোভে কামনার চোখ
কথায় কাজে যাদের যৌন ক্ষুধা বাড়ে
জ্ঞান হীন পশু হয়ে যা খুশি তা করে


কেউ দেয় কেউ পায় দেখানোর নয়
লজ্জাহীন মানুষেরা ভুলে ডুবে রয়
সুশীল সভ্য সমাজে রুচিহীন সাজ
এ কোন গৌরব নয় সম্মানের তাজ
আপন কৃত কর্মের নিত্য ব্যবহারে
কারো যদি ক্ষতি হয় লজ্জা চিরতরে