মানব দেহ
শপথ


বিধাতা গড়েছে দেহ মাটিতে সুন্দর,
উপহার প্রাণ দানে মানব জীবন,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে কত প্রয়োজন,
সুখ শান্তির বাসনা চাহিদা প্রচুর।
পরিপাটি সাজ সজ্জা অঙ্গের ভূষণ,
ধন সম্পদ অর্জনে আরাম আয়েশ,
প্রাচুর্য্যের ইমারত অট্টালিকা বেশ,
রুপ চর্চা দেহটাকে আবৃত বসন।।


মাটির দেহ সযত্নে স্বাধের জীবন,
অস্থিত্বের পরিণতি করে অবহেলা,
অজানা গন্তব্যে যাত্রী অবশেষে চলা,
মূল্যহীন মনে করে আত্মীয় স্বজন।
ভালবেসে রেখেছে কে মৃত শব বুকে,
সস্পদ খাইবে লোকে দেহ খাবে পোকে।।