মেঠো পথে
শপথ


গাঁয়ের সে পথ ধরে সবুজের বনে,
মাতাল হাওয়া খেলে প্রকৃতির সনে।
পাখিদের কলরব মধুর গীতালী,
কল কল শব্দে বাজে নদীর মিতালী।
আম্র কাননে ভ্রমর মঞ্জুরির শাঁখে
মধু আহরণে অলি অঞ্জলীর ফাঁকে।
গন্ধে মনোমুগ্ধকর পুষ্প কলি ফোটে,
মধুর কন্ঠে কোকিল গায় রাঙা ঠোটে।


রাখালিয়ার বাঁশিতে ডাকাতিয়া সুর,
ভিন দেশী যাদুকর বংশী বাদক,
হৃদয় হরণ করে কুমারী লাজুক,
ঘর ছেড়ে পথ ছুটে দূর বহুদূর।
দেশ দেশান্তর দিতে গাড়িয়াল পাড়ি
স্মৃতি চিহ্ন রেখে যায় মেঠো পথ ধরি।