মধুর সম্পর্ক
শপথ


নির্যাতিত নিপেরিত জন সাধারণ,
নারী মাতা ভগ্নি কন্যা দেশের সম্পদ,
পুরুষের অর্ধাঙ্গিণী নয় সে আপদ,
সারা দেশে গড়ে তোল নারী আন্দোলন।
দিবসের শক্তি বধু নিশিথের সুখ,
মায়া মমতার স্পর্শে শান্তির আশ্রয়,
স্বামী স্ত্রীর ভালবাসা পবিত্র নিশ্চয়,
অসুস্থ রোগীর সেবা ডাক্তার পদক।।


অবহেলা অনাদরে শারিরিক শাস্তি,
ছাই পাশ নেশা করে গায়ে হাত তোলা,
সুশীল সভ্য সমাজে কলঙ্কের ঝোলা,
সম্মানে মর্যাদা দিবে বিশ্বাসের প্রাপ্তি।
কর্তৃত্বের দাবীদার ভেঙ্গে স্বাধীনতা,
স্বামী ও স্ত্রীর সম্পর্কে আন মধুরতা।।