মন বিনিময়
শপথ


জীবনের কত ভুল স্বপ্ন হারালাম,
মন দিয়ে বিনিময়ে শুধু বদনাম,
ফুল ভেবে কাঁটা তুলে বুকে জড়ালাম,
যোগফল শুধু শূণ্য হিসাবে পেলাম।
হৃদয়ের আশাগুলো সাজিয়ে স্বপনে,
কল্পনার ছবি আঁকি মনের গহনে,
নয়ন পাতায়  সুখ ভাসে ক্ষনে ক্ষনে,
পৃথিবী হারিয়ে ফেলি মধুর লগনে।


মনের দাবী মেটাতে ভালবাসা খুঁজি,
আঘাতের অপমানে চুপে মুখ বুঝি,
বিশ্বাসের প্রতিদানে ছলনার পুঁজি,
চেহারা পাল্টিয়ে কত বহুরুপী সাজি।
যার সুখে হাসি মুখে করি অভিনয়,
আজও হয়নি জানি মন বিনিময়।