মনের আনন্দে
শপথ


আমিও লিখতে পারি সকলের মত,
অনবদ্য গদ্য পদ্য কাব্য অবিরত।
কাক হয়ে ময়ুরের রুপ নাহি চাই,
মধুর কণ্ঠে কোকিল আনন্দেই গাই।
যাদের নিয়ম নীতি করি অনুসরন,
তাদের গবেষণায় সুন্দর সৃজন।
পারিনা তাদের মত করি আবিস্কার,
কাড়াকাড়ি যত পারি সমালোচনার।


আসব নতুন করে আমার আনন্দে,
সবার মাঝে ফুটব সুভাষিত গন্ধে।
অবহেলা অনাদর করবে কত কে?
নিন্দুকের নিন্দা যত পিছু পিছু থাকে।
জীবনে চাই যে আমি পৃথিবীকে দিতে,
প্রজন্মের বসুন্ধরা নব রুপে হতে ।