মন
শপথ


মন আপন গতিতে  চলে নিরবধি,
নেই কোন দৈর্ঘ্য প্রস্থ  উচ্চতা পরিধি।
অনুভুতির দখলে  মান অভিমানে,
কষ্টের আঘাতে সুখ  হাসি কান্না মনে।
মন কাউকে আনেনি  জোর করে ধরে,
গলা ধাক্কা দিয়ে তাকে  তাড়াতে কে পারে?
ভুলে গেলে তবে তাকে করিবে স্বরণ,
কবে কে হয় আপন? কে পর কখন?
  
উতলা উদাসী মন যৌবনে পাগল,
মনের পরিবর্তন  বয়সে বদল।
উষ্ণতার শিহরণে ভূবন বিবাগী,
শীতল বরফ মন সুখে অনুরাগী।
মিথ্যার রাজত্বে মন বন উপবন,
সদা সত্য বলে মন সুপথে গমন।