পৃথিবীর প্রয়োজনে সৃষ্টিকর্তা সৃষ্টি
মানুষের প্রয়োজনে সুন্দর পৃথিবী
আদেশ নিষেধে তাই স্রষ্টার সন্তুষ্টি
ক্ষণিকের মেহমান বিশ্ব বহ্মচারী


আদি অনাদির স্বাক্ষী পূর্ব পূরুষেরা
বাচিতে জন্মিল ভবে মরণে বিনাশ
অনন্ত অবিনশ্বর চিরঞ্জীব ধরা
অজ্ঞতার অন্ধকারে  জীবন তালাশ


কত দাবী মানুষের ধরণীর বুকে
ক্ষধা তৃষ্ণা নিবরণে অহেতুক চিন্তা
স্বার্থের প্রতিযোগীতা চায় শান্তি সুখে
লোভনীয় কর্ম কান্ড বৃথা অভিজ্ঞতা


মহাজ্ঞানী মহাশূন্যে একা মহাজন
মুক্তির স্বাধীনতায় পরাধীন মন