নীলের বুকে
শপথ


নীল গগণে উড়ছে     নীল এক পরী,
নীলিমার নীল হয়ে    নীল সে অপ্সরী।
নীলাভ দ্যুতি ছড়ায়     নীলাভ জোছনা,
নীল আঁচলে জড়ায়      নীলাম্বরী কণা।
নীল সাগরের বুকে       নীল রঙ জল,
নীল কুমারীর অঙ্গ       নীলে ঝল মল।
নীল আকাশের নীচে     নীল শাড়ী খানি,
নীলের সওদা করে     নীলের দোকানী।


নীল শাড়ী নীল টিপ     নীল রঙ ঠোঁটে,
নীলাঞ্জনা সেই মেয়ে নীলে এসে জোটে।
নীল বেদনায় ভরা    নীল চোখে ধাঁ ধাঁ,
নীলের বুকে লুকালো    নীলাঙ্গনা রাধা।
নীল কমলের দেবী      নীল অপরুপ,
নীলের খেলা সমাপ্তি     নীলে হল চুপ।