অজান্তে পাগলামী
শপথ


লাল গোলাপের ফুল নাকি মহাভুল,
অফুড়ন্ত স্বর্গ সুখ না নরক দ্বার,
বেদনা ভরা দুঃখ কষ্ট উপহার,
সমুদ্রে জাহাজ ভাসে পায়না সে কুল।
ভালোবাসা সে কী হাসি না গলার ফাঁসি।
সুন্দর জীবনে লেপে কলঙ্কের কালি,
অগ্নি শিখার অনল জলন্ত কুন্ডুলী,
তবুও তোমাকে মন বলে ভালোবাসি।


ভালবাসা জানিনা কি ভাবি সারাক্ষণ,
পূর্ব পচ্শিম দিগন্তে উত্তর দক্ষিণ,
সীমান্ত পেরিয়ে চলা আনন্দে ভ্রমণ,
সাজানো পৃথিবী চোখে রঙিন স্বপন।
বিশ্বাসের বীজ বুনা হৃদয় ভূমিতে,
ভালবাসা পাগলামী মনের অজান্তে।