অন্তরে অন্তরে
শপথ


ভালবেসে মন হাসে স্বপ্নের ভূবন
সুখ সাজে হৃদ খুঁজে বুকের গহণ।
স্মৃতিগুলো জ্বালে আলো প্রদীপ নয়ন
কল্পনার আল্পনার রঙিন জীবন।
ভাঙ্গে ভুল ফুটে ফুল সুবাসের ঘ্রাণ,
মন যার একাকার প্রাণে মিশে প্রাণ।
এক সাথে প্রেম গাঁথে মিলনের গান,
দুটি দেহ ভিন্ন কেহ নেই ব্যবধান।


চিরকাল মহাকাল যুগ যুগ ধরে
কাটে দিন অন্তহীন পৃথিবীর তরে।
প্রেম যত নেশা তত মিটেনা যে স্বাধ
ডর ভয় শংশয় সুখ অপবাধ।    
অপেক্ষার প্রতীক্ষার ধৈর্য্য সহকারে,
লোক নিন্দা প্রেম জিন্দা অন্তরে অন্তরে।