অপবিত্র কাবা
শপথ


ষড়রিপুর ইন্ধন কুপথে গমণ,
ভাল মন্দ নির্ধারণ হালাল হারাম,
সদ্ব্যবহারের জন্য রটে বদনাম,
সদভাষায় হয়না সুকথা শ্রবণ।
নফসের অত্যাচারে কর সুবিচার,
ষড়রিপুকে দমনে দাও তারে সাজা,
এই দেহে মহাজন রাজা হবে প্রজা,
অপবিত্র দুর করে মন পরিস্কার।


শয়তানের দোসর নিত্য অপকর্ম,
কুচিন্তা কুপরামর্শে অনিষ্ট সাধন,
হিংসা অহমিকায় স্বার্থ প্রয়োজন,
লোভে ক্রোধের অনল অমানুষে ধর্ম।
নাপাকী লুকিয়ে মনে সাধু তুমি হবা?
দেহ মসজিদ ঘরে অপবিত্র কাবা।